নেত্রকোণার যা জানা অজানা
প্রশ্নঃ নেত্রকোনা জেলা কবে প্রতিষ্ঠা লাভ করে কত সালে ? উত্তরঃ ১৯৮৪ সালে। প্রশ্নঃ নেত্রকোণা জেলার আয়তন কত? উত্তরঃ ২৮১০ বর্গ কিলোমিটার । প্রশ্নঃ নেত্রকোনা জেলার অন্তর্গত উপজেলা কয়টি? উত্তরঃ ১০টি। নেত্রকোণা সদর, মোহনগঞ্জ, মদন খালিয়াজুরি, কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দা, আটপারা, বারহাট্রা ও পুর্বধলা। প্রশ্নঃ নেত্রকোনা জেলার কোন উপজেলা আয়তনে সবচেয়ে বড় এবং কত বর্গ কিলোমিটার? উত্তরঃ আয়তনে কলমাকান্দা ৩৭৭.৪১বর্গ কি.মি। প্রশ্নঃ নেত্রকোনা জেলার কোন উপজেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি এবং কত? উত্তরঃ জনসংখ্যায় কেন্দুয়া ২৮৬৫৯৪ জন। প্রশ্নঃ নেত্রকোনা জেলার ইউনিয়ন কয়টি? উওরঃ ৮৫টি। প্রশ্নঃ নেত্রকোনা জেলার গ্রাম কতটি? উওরঃ ২২৭৯টি। প্রশ্নঃ নেত্রকোনা জেলার কোন উপজেলা আয়তনে সবচেয়ে ছোট এবং কত? উত্তরঃ আটপাড়া উপজেলা ১৯৫.০০বর্গ কি.মি। প্রশ্নঃ নেত্রকোনা জেলার কোন উপজেলা জনসংখ্যা সবচেয়ে কম এবং কত? উত্তরঃখালিয়াজুরী উপজেলা ৮২৩২২জন। প্রশ্নঃ নেত্রকোনা জেলার কোন উপজেলা জনসংখ্যার ঘনত্ব বেশি এবং কত? উত্তরঃ নেত্রকোনা সদর,প্রতি বর্গ কি.মি ৯৬৯ জন লোক বাস করে ৷ প্রশ্নঃ নেত্রকোনা জেলার কোন উপজেলা জনসংখ্...