অশ্লীলতা করবে না,সিয়াম ঢাল স্বরূপ,প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুন করে দেওয়া হবে ৷

অশ্লীলতা করবে না


   

 ‘আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মুর্খের মত কাজ করবে না। যদি কেউ তাঁর সাথে ঝগড়া করতে চায়, তাঁকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সাওম বা রোযা পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সাওম বা রোযা পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের গন্ধের চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরষ্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুন।

সহীহ বুখারী-১৭৭৩

Comments

Popular posts from this blog

৫টি কাজ করে আয় করুন মাসে ৩০ হাজার টাকা

ব্যবসায় সফলতার জন্য গোপন কৌশল

অনলাইনে আয়ের সহজ ৩টি পথ