Posts

Showing posts from 2020

ব্যবসায় সফলতার জন্য গোপন কৌশল

Image
আপনাদের মাঝে অনেকেই আছেন যারা তাদের বিজনেস শুরুর পর কিভাবে  বিজনেস প্রচার ও প্রসার করা যায় সেই সম্পর্কে জানতে চান । তাই আজকে প্রচলিত কিন্তু খুব এফেক্টিভ এমন কয়েকটি বিজনেস এর প্রচার ও প্রসার এর কৌশল সমূহ আপনাদের জন্য দেয়া হল। এখান থেকে কোনটা আপনাদের জন্য বেস্ট হবে আপনারা সেটা নির্বাচন করে সেটা নিয়ে সহজেই কাজ করতে পারবেন । তাহলে আর কথা না বাড়িয়ে আসল কাজে ফিরে যায় । ১. আপনার প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ড দিন। প্রতিদিন ১০০ লোকে দেখলে বছরে ৩৬,৫০০ লোকের চোখে পড়বে। ২. গলির মাথায়ও একটা ইন্ডিকেটর দিন, কাজে লাগবে। ৩. ব্যবসাটা যতি সিজনাল হয়, সিজনের শুরুতে এবং মাঝামাঝি সময়ে পোস্টারিং করুন। ৪. সার্ভিসটা যদি এলাকাভিত্তিক হয় কেবল টিভিতে বিজ্ঞাপন দিন।  ৫. জাতীয় ব্যবসা হলে টিভিতে এড দিন। এডটা যেন মানসম্পন্ন হয়।  ৬. শহরের সর্বত্র যদি সার্ভিস দিতে পারেন। লোকাল বাসে স্টিকার লাগান। ৭. ব্যবসার ভাব বাড়াতে চাইলে বিলবোর্ডে এড দিন। ৮. শুরুতে ব্যাপক প্রচার চাইলে ছোট ছোট ফেস্টুন লাগান। ডিজিটাল ব্যানারে। ৯. যে এলাকায় সার্ভিস দিচ্ছেন সে এ এলাকায় লিপলেট বিতরণ করুন। ১০. শুক্রবারে জুমার নামায শেষে মসজিদে...

আয় করুন ফেসবুক থেকে, ক্লাস -১

Image
এখন আয় করুন ফেসবুক থেকে কিছুদিন পূর্বেও বিনোদন ও সংবাদ প্রচারের অন্যতম মাধ্যম ছিল টেলিভিশন ৷ কিন্তু বর্তমানে ব্যক্তিগত মতামত,সৃষ্টিশীল কাজ,বিনোদন ও সংবাদ প্রচারের অন্যতম মাধ্যম হল ফেসবুক ৷ বর্তমানে বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান গুলো তাদের বিজ্ঞাপন প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করছেন ফেসবুক ৷ ফেসবুকে বর্তমানে ২.৫০ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী আছে ৷ এর মানে আপনি ইচ্ছা করলেই কয়েক সেকেন্ডের মধ্যেই কোটি মানুষের মাঝে আপনার ব্যবসায়ের ধারণাটি তুলে ধরতে পারেন ৷ সমগ্র বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিতে পারেন আপনার ছবি,অডিও বার্তা,ভিডিও,দিতে পারেন বিজ্ঞাপন,বিক্রি করতে পারেন আপনার প্রতিষ্ঠানের পণ্য ৷ আপনি যদি আপনার ফেসবুক পেজ দিয়ে অর্থ আয়ের জন্য ইচ্ছে পূষণ করেন তাহলে অনেক উপায় থেকে অন্যতম ভালো কয়েকটি মাধ্যম আপনাদের সাথে শেয়ার করছি ৷ আয় করুন ফেসবুক পেজ থেকে ফেসবুক খুললেই দেখা যায় বিভিন্ন ধরণের পেজ ৷ ফেসবুক পেজ থেকে আয়ের জন্য যে কাজগুলো করবেন- আপনার যদি কোন ফেসবুক পেজ না থাকে,তাহলে আজকেই একটি ফেসবুক ফ্যান পেজ তৈরি করে ফেলুন ৷ যে বিষয়টি আপনার ভালো লাগে সে বিষয়...

রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত

Image
সূরা আল বাকারা (البقرة), আয়াত: ১৮৫ شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَٰتٍ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلْعُسْرَ وَلِتُكْمِلُوا۟ ٱلْعِدَّةَ وَلِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ উচ্চারণঃ শাহরু রামাদা-নাল্লাযীউনঝিলা ফীহিল কুরআ-নু হুদাল লিন্না-ছি ওয়া বাইয়িনা-তিম মিনাল হুদা-ওয়াল ফুরকা-নি ফামান শাহিদা মিনকুমুশশাহরা ফালইয়াসুমহু ওয়া মান কা-না মারীদান আও ‘আলা-ছাফারিন ফা‘ইদ্দাতুম মিন আইয়া-মিন উখারা-ইউরীদুল্লা-হু বিকুমুল ইউছরা ওয়ালা-ইউরীদুবিকুমুল ‘উছরা ওয়ালিতুকমিলুল ‘ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লা-হা ‘আলা-মা-হাদা-কুম ওয়া লা‘আল্লাকুম তাশকরূন। অর্থঃ রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ ...

নেত্রকোণার যা জানা অজানা

Image
প্রশ্নঃ নেত্রকোনা জেলা কবে প্রতিষ্ঠা লাভ করে কত সালে ? উত্তরঃ ১৯৮৪ সালে। প্রশ্নঃ নেত্রকোণা জেলার আয়তন কত? উত্তরঃ ২৮১০ বর্গ কিলোমিটার । প্রশ্নঃ নেত্রকোনা জেলার অন্তর্গত উপজেলা কয়টি? উত্তরঃ ১০টি। নেত্রকোণা সদর, মোহনগঞ্জ, মদন খালিয়াজুরি, কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দা, আটপারা, বারহাট্রা ও পুর্বধলা। প্রশ্নঃ নেত্রকোনা জেলার কোন উপজেলা আয়তনে সবচেয়ে বড় এবং কত বর্গ কিলোমিটার? উত্তরঃ আয়তনে কলমাকান্দা ৩৭৭.৪১বর্গ কি.মি। প্রশ্নঃ নেত্রকোনা জেলার কোন উপজেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি এবং কত? উত্তরঃ জনসংখ্যায় কেন্দুয়া ২৮৬৫৯৪ জন। প্রশ্নঃ নেত্রকোনা জেলার ইউনিয়ন কয়টি? উওরঃ ৮৫টি। প্রশ্নঃ নেত্রকোনা জেলার গ্রাম কতটি? উওরঃ ২২৭৯টি। প্রশ্নঃ নেত্রকোনা জেলার কোন উপজেলা আয়তনে সবচেয়ে ছোট এবং কত? উত্তরঃ আটপাড়া উপজেলা ১৯৫.০০বর্গ কি.মি। প্রশ্নঃ নেত্রকোনা জেলার কোন উপজেলা জনসংখ্যা সবচেয়ে কম এবং কত? উত্তরঃখালিয়াজুরী উপজেলা ৮২৩২২জন। প্রশ্নঃ নেত্রকোনা জেলার কোন উপজেলা জনসংখ্যার ঘনত্ব বেশি এবং কত? উত্তরঃ নেত্রকোনা সদর,প্রতি বর্গ কি.মি ৯৬৯ জন লোক বাস করে ৷ প্রশ্নঃ নেত্রকোনা জেলার কোন উপজেলা জনসংখ্...

অশ্লীলতা করবে না,সিয়াম ঢাল স্বরূপ,প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুন করে দেওয়া হবে ৷

Image
অশ্লীলতা করবে না       ‘আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) ...  আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মুর্খের মত কাজ করবে না। যদি কেউ তাঁর সাথে ঝগড়া করতে চায়, তাঁকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সাওম বা রোযা পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সাওম বা রোযা পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের গন্ধের চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরষ্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুন। সহীহ বুখারী-১৭৭৩