ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
এখানে ক্লিক করুন বিস্তারিত জানতে ⌕ ≡ তথ্য পযুক্তির ব্যবহার সম্পর্কে জানি ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন ১৬-০৩-২০২১, ২২:১৯ মোঃ নূর জামান ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তায় ফেসবুকের জনপ্রিয় ফিচার টু-ফ্যাক্টর অথেনটিকেশন। মোবাইল নম্বরের মাধ্যমে সহজেই এই ফিচার ব্যবহার করা যায়। টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার অ্যাকটিভ করা থাকলে যে কোন অপরিচিত অ্যাপ বা ব্রাউজার থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগ-ইন করলে মোবাইলে কোড চলে আসবে। সেই কোড ছাড়া অ্যাকাউন্টে লগ-ইন করা সম্ভব হয় না। হ্যাকারদের উপদ্রব থেকে ব্যবহারকারীদের বাঁচানোর জন্য টু-ফ্যাক্টর ভেরিফিকেশন সিস্টেম চালু করে ফেসবুক। আজ আপনাকে জানাবো ফেসবুকে কীভাবে টু-ফ্যাক্টর ভেরিফিকেশন অ্যাকটিভ করতে হয়। মোবাইলে যেভাবে করবেন- ডিভাইসে ফেসবুক অ্যাপ খুলুন # মোবাইল স্ক্রিনের থ্রি-হরাইজন্টাল ডটস মেনু আইকনের উপরের দিকে ডান পাশে সিলেক্ট করুন # এবার নিচে গিয়ে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ক্লিক করে ‘সেটিংস’ সিলেক্ট করুন # সিলেক্ট করুন ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ # ‘ইউজ টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সিলেক্ট করুন # ‘সিলেক্ট আ সিকিউরিটি মেথড’-এর ন...