Posts

Showing posts from May, 2020

আয় করুন ফেসবুক থেকে, ক্লাস -১

Image
এখন আয় করুন ফেসবুক থেকে কিছুদিন পূর্বেও বিনোদন ও সংবাদ প্রচারের অন্যতম মাধ্যম ছিল টেলিভিশন ৷ কিন্তু বর্তমানে ব্যক্তিগত মতামত,সৃষ্টিশীল কাজ,বিনোদন ও সংবাদ প্রচারের অন্যতম মাধ্যম হল ফেসবুক ৷ বর্তমানে বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান গুলো তাদের বিজ্ঞাপন প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করছেন ফেসবুক ৷ ফেসবুকে বর্তমানে ২.৫০ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী আছে ৷ এর মানে আপনি ইচ্ছা করলেই কয়েক সেকেন্ডের মধ্যেই কোটি মানুষের মাঝে আপনার ব্যবসায়ের ধারণাটি তুলে ধরতে পারেন ৷ সমগ্র বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিতে পারেন আপনার ছবি,অডিও বার্তা,ভিডিও,দিতে পারেন বিজ্ঞাপন,বিক্রি করতে পারেন আপনার প্রতিষ্ঠানের পণ্য ৷ আপনি যদি আপনার ফেসবুক পেজ দিয়ে অর্থ আয়ের জন্য ইচ্ছে পূষণ করেন তাহলে অনেক উপায় থেকে অন্যতম ভালো কয়েকটি মাধ্যম আপনাদের সাথে শেয়ার করছি ৷ আয় করুন ফেসবুক পেজ থেকে ফেসবুক খুললেই দেখা যায় বিভিন্ন ধরণের পেজ ৷ ফেসবুক পেজ থেকে আয়ের জন্য যে কাজগুলো করবেন- আপনার যদি কোন ফেসবুক পেজ না থাকে,তাহলে আজকেই একটি ফেসবুক ফ্যান পেজ তৈরি করে ফেলুন ৷ যে বিষয়টি আপনার ভালো লাগে সে বিষয়...

রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত

Image
সূরা আল বাকারা (البقرة), আয়াত: ১৮৫ شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَٰتٍ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلْعُسْرَ وَلِتُكْمِلُوا۟ ٱلْعِدَّةَ وَلِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ উচ্চারণঃ শাহরু রামাদা-নাল্লাযীউনঝিলা ফীহিল কুরআ-নু হুদাল লিন্না-ছি ওয়া বাইয়িনা-তিম মিনাল হুদা-ওয়াল ফুরকা-নি ফামান শাহিদা মিনকুমুশশাহরা ফালইয়াসুমহু ওয়া মান কা-না মারীদান আও ‘আলা-ছাফারিন ফা‘ইদ্দাতুম মিন আইয়া-মিন উখারা-ইউরীদুল্লা-হু বিকুমুল ইউছরা ওয়ালা-ইউরীদুবিকুমুল ‘উছরা ওয়ালিতুকমিলুল ‘ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লা-হা ‘আলা-মা-হাদা-কুম ওয়া লা‘আল্লাকুম তাশকরূন। অর্থঃ রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ ...